স্টাফ রিপোর্ট
আজ বড় স্টেশন মাছ ঘাটে এক মাছ ব্যবসায়ী প্রায় ৫০০ কেজি পঁচা ইলিশ বিক্রির জন্য নিয়ে আসেন।পরে ভোক্তা অধিকারের লোকজনের অভিযানে পঁচা ইলিশ জব্দ করা হয়।।জব্দকৃত ইলিশ গুলো পরে কোষ্ট গার্ডের সহায়তায় মাটিতে পুতে রাখা হয়। ধারনা করা হচ্ছে যে অভিযান চলাকালীন সময় সাগরে কিছু অসাধু ব্যবসায়ীরা এ মাছ গুলো ধরে সংরক্ষন করে রাখেন।পরে অভিযান শেষ হলে বিক্রির উদ্দ্যেশ্যে নিয়ে আসেন।।