ইসমাত তোহাঃ-
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মান্দারতলী গ্রামের ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব ছলিম উল্লাহ লাভলু কে গতকাল রাতে সসন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
এলাকা বাসীর বরাতে জানা যায় উনি পশ্চিম ফতেপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং ওই ইউনিয়নের সাবেক মেম্বার হিসেবেও ওনার যথেষ্ট সুনাম রয়েছে। এলাকা বাসীর কাছে ছলিম উল্লাহ লাভলু একজন সৎ এবং গ্রহনযোগ্য মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
ওনার মৃত্যুতে এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেন এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।