স্টাফ রিপোর্টারঃ
আজ দুপুরে জাতীয় পার্টির বনানীস্থ কেন্দ্রীয় কার্যলয়ে দলের মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি’র সাথে প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা জাপা সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দেশের চলমান রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।আলোচনার এক পর্যায়ে দলের মহাসচিব মজিবুল হক চুন্নু প্রেসিডিয়াম মেম্বার আলহাজ্জ্ব এমরান মিয়াকে চাঁদপুর -২ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।
প্রতিনিধি দলে ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা মাহমুদুর রহমান, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফ খান প্রমুখ।