স্টাফ রিপোর্ট
চাঁদপুরের হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভাধীন বলাখাল-রামপুর সড়কের পাশের বলাখাল নুরে মদিনা মাদরাসার সম্মুখের বাঁশের ঝোঁপ থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, পিআইবি, সিআইডি উপস্থিত ছিলেন।
মরদেহটি সনাক্তে পিআইবি ও সিআইডি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শরীফ জানান, দুপুর ২টার দিকে আশে-পাশে থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে ছিলো। কিসের গন্ধ কেউ অনুমান করতে পারছিলনা। পরে বিভিন্ন দিক খুঁজে রাস্তার পাশে ঝোঁপে মরদেহ দেখতে পাওয়া যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, মরদেহটি অজ্ঞাতভাবে উদ্ধার করেন। আনুমানিক ৪৫ বছর বয়সী যুবকের মৃত্যুদেহটি সনাক্তে কাজ চলছে।