স্টাফ রিপোর্ট
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং-৭, ৮ ও ৯) এর নারী কাউন্সিলর মিনু আক্তার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পৌরসভার মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার ও অশালিন বক্তব্য প্রত্যাহার ও কাউন্সিলর মিনু আক্তারকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে পৌরসভার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে মিনু আক্তারের বিচার চেয়ে ঝাড়ু হাতে রাস্তায় নেমে আসে মা-বোনেরা। তারা পৌর মেয়রকে কেউ বাবা, কেউ অভিভাবক বলে মিনু আক্তারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
মানববন্ধন শেষে মিনু আক্তারের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এলাকার হাজার হাজার নারী পুরুষ।
এর আগে গত ৩১ অক্টোবর বিকালে ওই সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ও মঙ্গলবার দুপুরে লাইভ বক্তব্যের মাধ্যমে পৌর মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন করেন। এছাড়াও ওই পোস্ট ও লাইভে তিনি ও তার স্বামীকে হুমকি প্রদান করায় তারা নিরাপত্তাহীনায় ভুগছেন বলে উল্লেখ করেন মিনু আক্তার।
ইতিপূর্বে মিনু আক্তার শুধু পৌরসভার মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেও বুধবার সকালে সে তার ব্যক্তিগত ফেইসবুক থেকে লাইভে এসে পৌরসভার মেয়র ও সকল কাউন্সিলরের বিরুদ্ধে হুমকীর অভিযোগ তোলেন।