স্টাফ রিপোর্ট
কচুয়া উপজলার কড়ইয়া ইউনিয়নে সম্পত্তিগত বিরােধে ভাতিজার ইটের আঘাতে চাচা সিরাজুল ইসলাম (৬৫) নিহত হয়েছে।
শুক্রবার সকালে কড়ইয়া প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন, সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে তাদের দীর্ঘদিনের বিরােধ। দেবর তাজুল ইসলাম (৬০) ও তার ছেলে সাইফুল ইসলাম (৩২), আবির (২৪) ও মা রহিমা বেগম (৪৫) এই হামলা চালায়। স্বামীকে কচুয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তাজুল ইসলামসহ ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকী একজনকে আটকের চেষ্টা চলছে।