আল-আমীন মিয়াজি ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ০৪ নভেস্বর মতলব দক্ষিণের বাবুরপাড়া গ্রামের হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করেছে।
চাঁদপুরের বৃহত্তর মতলব উপজেলার জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশনের একবেলা খাবার প্রকল্পের আওতায় মতলবের বাবুরপাড়া গ্রামের হাফিজিয়া ও নুরানি মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে দুপুরে একবেলা ভালো খাবারের ব্যবস্থা করেছে।
সংগঠনের পরিচালক আমিরুল ইসলাম রাসেল উপস্থিত থেকে খাবার পরিবেশনের কাজ তত্ত্বাবধান করেন। এ সময় বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন আবৃত্তি সংগঠন সনক এর সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহসভাপতি আব্দুল হান্নান অপু, উপজেলা যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী, অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি আল-আমীন মিয়াজি।