বিশেষ প্রতিনিধিঃ
গত ০৩ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় এম এ আউয়াল নূরানী মাদ্রাসায় অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়ন নিয়ে উক্ত অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। হাফেজ তরিকুল ইসলাম জুয়েল এর উপস্থাপনায় মাদ্রাসা সভাপতি কাজী মোসলেহ উদ্দিন মিশু সভাপতিত্ব উক্ত সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাস, অমনোযোগী ছাত্র ছাত্রীদের মান কিভাবে বৃদ্ধি করা যায়, এসব নিয়ে অভিভাবকরা ও প্রতিষ্ঠানের শিক্ষকরা নানাবিধ কারন তুলে ধরেন। এই সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ জাহাঙ্গীর আলম, হাফেজ জুয়েল হোসেন, মাস্টার রিয়াদ হোসেন, হাফেজ ক্বারী মেহেদী হাছান। শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবক সভার গুরুত্ব অনেক। উক্ত সভায় প্রতিষ্ঠান নিয়ে সবাই গঠনমূলক পরামর্শ দেন।