প্রাইম টিভি’র মতলব ব্যুরো অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ
আজ বিকেল চারটায় প্রাইম টিভির মতলব ব্যুরো অফিস উদ্বোধন হয়েছে।মতলবের সাততলা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় প্রাইম টিভি’র মতলব ব্যুরো অফিসটি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এক আড়ম্বরপূর্ণ পরিবেশে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রাইম টিভির সম্মানিত চেয়ারম্যান মহোদয়

প্রাইম টিভির কর্মকর্তা ও সংবাদ কর্মীদের উদ্দেশ্য জনাব সাইদুল ইসলাম বলেন, সততা ও নৈতিকতার সাথে সংবাদ প্রচার করবেন। কোন সংবাদ আইন ভঙ্গ করে কিনা সেদিকে খেয়াল রাখবেন। তিনি ভালো কিছু করার জন্য প্রাইম টিভি’র সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাইম টিভির সম্মানিত চেয়ারম্যান সেলিম মোহাম্মেদ যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ সময় উপস্থিত ছিলেন প্রাইম টিভির হেড অব নিউজ সাঈয়েদুল আরেফিন, সিনিয়র কারেসপন্ডেন্ট জসিম উদ্দিন স্পেশাল কারেসপন্ডেন্ট ডিএম আলাউদ্দিন,দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদোয়ান আহমেদ জাকির,প্রাইম টিভির হেড অব আইটি ইকবাল হোসেন,টেকনিক্যাল টিমের প্রধান মাজহারুল হক সোহান, হাজীগঞ্জ প্রতিনিধি তাফসির হোসেন, মতলব প্রতিনিধি এএস পলাশ,টেকনিক্যাল টিমের সদস্য ইসমাত শাকির প্রমুখ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *