(নওগাঁ প্রতিনিধ)
গত ১৪ নভেম্বর সোমবার রাতে পার নূরুল্যাবাদ মন্ডলপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়েনে পার নূরুল্যাবাদ মন্ডলপাড়া ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পার নূরুল্যাবাদ মন্ডলপাড়ায় গ্রামবাসীর আয়োজনে এই মহা সম্মেলনে আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, প্রতিষ্ঠাতা আল জামিয়াতুস সালাফিয়া, রুপগঞ্জ নারায়নগঞ্জ,রাজশাহী ও দিনাজপুর। ২য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ রাসেল, দাওরায়ে হাদীস প্রতিষ্ঠাতা আল জামিয়াতুস সালাফিয়া,রাজশাহী। আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মহতামীম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী প্রামানিক, এস এম ব্রহানী সুলতান গামা, আকবর হোসেন মহুরী প্রমখ।