স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ করিম সরকার গত ১৭ নভেম্বর রাত আনুমানিক আড়াই টায় ইন্তেকাল করেন। ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৭২) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি,নাতনি সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ ১৮ নভেম্বর মধ্যে টরকী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মাষ্টার, সুতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, বর্তমান চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ স্নপন দেওয়াজী, মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ছগির আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রব প্রমূখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল বাসার খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান,দূর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর,সুলতানাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সহ অসংখ্য রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, সুধীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।