চাদপুর সদরের ঘোষের হাট এলাকায় বোগদাদ বাস ও সিএনজির সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষিকা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আজ সকাল ১০ টায় ঘোষেরহাট বাজারের পশ্চিম দিকে চাঁদপুর থেকে কুমিল্লা অভিমূখী একটি সিএনজির সাথে একই দিক থেকে আসা একটি বোগদাদ বাসের এ সংঘর্ষ ঘটে।
বোগদাদ বাসটি অতিরিক্ত গতিতে সিএনজিকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটায়। এ সময় সিএনজি যাত্রী নাজমা বেগম (৪০) গুরুতর আহত হন। সিএনজি ড্রাইভার সংঘর্ষের সময় লাফ দিয়ে পড়ে রক্ষা পায়।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় নাজমা বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত নাজমা বেগম জোবাইদা হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা ছিলেন। তিনি হাজিগঞ্জ পৌর এলাকার অধিবাসী ছিলেন। তার পিতার নাম রুহুল আমিন খান। তিনি বর্তমানে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।