হৃদম কালচারার সোসাইটির উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা

সশস্ত্রবাহিনী দিবস ২০২২ উপলক্ষে ‘সশস্ত্রবাহিনীর ইতিহাস ও অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে। হৃদম কালচারার সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম। আরো বক্তব্য রাখেন ব্যরিস্টার মেজর (অব.) সারোয়ার হোসাইন, কমান্ডার (অব.) এস জাকারিয়া খান, অনারারি ক্যাপ্টেন (অব.) জিল্লর রহমান সরকার, অনারারি ক্যাপ্টেন  (অব.) অ্যাাডভোকেট মো. আফাজুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আবু বক্কর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) জিল্লুর রহমান সরকার, সার্জেন্ট (অব.) মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান (অব.)। অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর ইতিহাস, পটভূমি ও তাৎপর্য উল্লেখ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন লে. কর্নেল মেহরুব আল হাসান পিএসসি (অব.)। এই মহতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হৃদম কালচারার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মেজর (অব.) আমীন আহমেদ আফসারী। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাধীনতা যুদ্ধসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি কেক কাটেন ও শুভেচ্ছা বিনিময় করেন।  

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *