স্টাফ রিপোর্ট
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একদিনের ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৭টার দিকে মোটরসাইকেল ও ট্রলি গাড়ির মুখোমুখী সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ও ট্রলির ১ হেলপার নিহত হয়েছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় একই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দু’দিনে মতলব উত্তরে প্রাণ হারালেন ৫জন।
শনিবার রাত ৭টার দিকে উপজেলার বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মোঃ রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেলযোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভুঁইয়া বাড়ি এলাকায় বেড়ি বাঁধ সড়কে মালবাহী ট্রলি গাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয় মোটরসাইকেলের।
এ সময় ৩ মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মোঃ রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।