জয়োল্লাসের সময় আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

স্টাফ রিপোর্ট

নেত্রকোনার মোহনগঞ্জে আর্জেন্টিনার জয়ে খুশিতে আত্মহারা হয়ে উল্লাস করতে গিয়ে হার্টের স্ট্রোক হয়ে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে তিনি স্ট্রোক করে মারা যান।

শামীম মিয়া ওই উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই যুবকের বাবা তাহের উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম মিয়া আর্জেন্টিনার অন্ধ ভক্ত। শনিবার দিবাগত রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিনা গোল করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমের বাবা তাহের উদ্দিন বলেন, শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও দুইবার স্ট্রোক করেছে। তবে শনিবার রাতে আর্জেন্টিনা গোল দেওয়ায় সবার সঙ্গে সেও চিৎকার দেয়। এ সময় সে স্ট্রোক করে। পরে উপস্থিত লোকজন তাকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এতে আমরা বিব্রত।

মোহনগঞ্জের বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ তালুকদার বলেন, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত। গতরাতে খেলায় আর্জেন্টিনা গোল দিলে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এতে স্ট্রোক করে শামীম। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমের আগে থেকেই হার্টে সমস্যা ছিল।

চেয়ারম্যান আরও বলেন, যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু তাই এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমি ছুটিতে ছিলাম। আজকে এসেছি। তবে ঘটনাটি শুনেছি।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *