স্টাফ রিপোর্টারঃ
গত ৯ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুষ্ঠিত হয়ে গেল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠিত কেএফটি কলেজিয়েট স্কুলের “বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান”।
পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তাঁর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস। প্রধান অতিথি তাঁর অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন আমি দু’মাস হয় মতলবে এসেছি।এ দু’ মাসে অনেক গুলো প্রতিষ্ঠানই পরিদর্শন করার সুযোগ হয়েছে।কিন্তু এখানে এসে আমার ধারণাই পাল্টে গেছে।এত সু-শৃংখল আয়োজন এবং তাদের পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে।তিনি প্রত্যাশা ব্যাক্ত করেছেন এটি দেশের সেরা স্কুল গুলির মধ্যে একটি হবে।
বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন কেএফটি’র প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের মমতাময়ী মা ফাতেমা বেগম। প্রতিষ্ঠাতার পক্ষ থেকে তাঁর মা ফাতেমা বেগম সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আওলাদ হোসেন লিটন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কর্নেল বাবর মোঃ সেলিম, পিএসসি (অব:) ও প্রতিষ্ঠানের উপদেষ্টা জাকির হোসেন কামালসহ শিক্ষার্থীদের অভিভাবকগণ, মতলব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শুরু হয় দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মধ্য দিয়ে।তারপর অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমাতানো ডিসপ্লে ও নান্দনিক সব পরিবেশনা।
সব মিলিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ,সভাপতি, উপদেষ্টা, পরিচালনা পর্ষদ, প্রভাষক মন্ডলী ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল, নান্দনিক ও জমকালো আয়োজন আগত অতিথিদের মুগ্ধ করেছে।