মতলব দক্ষিণ উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত

এএস পলাশঃ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

আজ ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক বিন জামান, উপজেলাস্থ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিনয় এবং শ্রদ্ধায় বাঙ্গালী জাতি শহীদ বুদ্ধিজীবীদের চিরকাল স্মরণ করবে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *