ইসমাত তোহাঃ-
“দক্ষতাই সমৃদ্ধি ” স্লোগানকে সামনে রেখে প্রথম বারের মতো চাঁদপুরে আয়োজিত হচ্ছে “ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ ২০২২”।
দক্ষতা নির্ভর জনশক্তি গড়ে তুলতে ৫২তম বিজয় দিবস উপলক্ষ্যে এই আয়োজন। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে ড্যাফোডিল এর ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকা,চট্টগ্রাম,চাঁদপুরে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন সপ্তাহ -২০২২”
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব নূরখান স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন মিলন ( সভাপতি চাঁদপুর প্রেসক্লাব), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজি শাহাদাত( প্রধান সম্পাদক,চাঁদপুর কন্ঠ)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল চাঁদপুরের সম্মানিত সিনিয়ার এসিস্ট্যান্ট ডিরেক্টর রুবেল খান স্যার,ড্যাফোডিল চাঁদপুরের সম্মানিত এডভাইজর সালেহ সিদ্দিক স্যার,বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ সেলিম মিয়া স্যার,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সম্মানিত সহকারি উপাধ্যক্ষ ফয়সাল ফরাজি,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাটের সম্মানিত উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী।
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের সহাকারি উপাধ্যক্ষ মাজহারুল হক সোহানের সঞ্চালনায় এসময় আগত অতিথিবৃন্দরা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমাদের সকলের করণীয় এবং দক্ষ মানব সম্পদ তৈরীতে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য প্রদান করেন।
ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ দক্ষতা উন্নয়ন সপ্তাহ মেলার সকল স্টল পরিদর্শন করেন।