সমাপ্ত হল কেএফটি কলেজিয়েট স্কুলের দু’দিনব্যাপি ভর্তি যুদ্ধ

আলআমিন মিয়াজীঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠিত কেএফটি কলেজিয়েট স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল গত ২ ৪ ও ২৫ ডিসেম্বর।

এতে বাংলা ভার্সন বালক বালিকা ও ইংরেজি ভার্সন বালক বালিকা ৪০ করে মোট ১৬০ আসনের বিপরীতে ৩.৬০ গড়ে ১৪৪( বয়েজ) এবং বালিকা, ইংরেজি ভার্সন ও অন্যান্য ক্লাস মিলিয়ে ২৫০ জন, মোট প্রায় চারশো শিক্ষার্থী মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা থেকে অংশগ্রহন করে।সকাল ১০টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।লিখিত পরিক্ষায় উত্তির্ণদের নিয়ে বিকেল আড়াইটা থেকে মৌখিক পরিক্ষা শুরু হয়, যা পরের দিন পর্যন্ত চলে।


স্কুল কতৃপক্ষের পরিকল্পিত আয়োজনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরিক্ষা চলাকালীন সময়ে বাইরে বিপুলসংখ্যক অভিভাককে উৎকন্ঠিত অবস্থায় অপেক্ষা করতে দেখা গেছে।তাদের সাথে কথা বলে জানা গেছে একবুক স্বপ্ন নিয়ে তারা সন্তানকে কেএফটিতে ভর্তি পরীক্ষা দেয়াচ্ছেন। তাই টেকা না টেকার সংশয়ে তারা উৎকন্ঠিত।
এদিকে মৌখিক পরীক্ষা শেষে কাউকে দেখা গেছে উচ্ছসিত হয়ে বাড়ি ফিরতে আর কাউকে দেখা গেছে ভারাক্রান্ত মনে ক্যাম্পাস ত্যাগ করতে।


কেএফটি কতৃপক্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে এবার যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের সুন্দর ভবিষ্যতের জন্যও শুভকামনা জানিয়েছেন।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *