বিয়ের দিনে মামলা
নববধূ বাড়ি এনেও বাসর করতে পারেননি বর

জসিম উদ্দিনঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে করে নববধূ বাড়িতে আনলেও বাসর করতে পারেননি ইরান খান নামে এক যুবক। বিয়ের দিনে দায়ের করা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। রাজনৈতিক বিরোধের জেরে এ মামলা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার বাগধা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল খালেক খানের ছেলে ইরান খান পাশের গ্রামের এক মেয়েকে বিয়ে করে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি আনেন। বিয়ের বরযাত্রী ছিলেন ইরানের বড় বোনজামাই বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা। তিনি বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমদাদুল খানের সঙ্গে বাগধা পশ্চিমপাড় বাজারে কথা বলেন।

এর জেরে এমদাদুলকে মারধর করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান তালুকদার। ঘটনা জানতে পেরে আবুল মোল্লা বাজারে গিয়ে মশিউরকে এর কারণ জিজ্ঞেস করেন। পরে আওয়ামী লীগের ৩০-৪০ নেতাকর্মী আবুল মোল্লার শ্বশুরবাড়ি (বিয়েবাড়ি) গিয়ে তাঁকে খুঁজতে থাকেন, পুলিশেও খবর দেন। এ সময় তিনি সেখান থেকে পালিয়ে যান। পুলিশ রাতেই যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *