সরকার তৌহিদঃ চাঁদপুরের কচুয়া উপজেলাস্থ ২নং পাথৈর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে।
রবিবার পহেলা জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মকবুল হোসেন মিয়াজী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ।
