মো.ফরহাদ আলীঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর হাজী বাড়ি ও কেরামত আলী প্রধানীয়া বাড়ির রাস্তা সংস্কারে মাটি ভরাট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২ জানুয়ারি সকালে স্থানীয় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে নিজস্ব অর্থায়নে এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. শাহাজ উদ্দিন ঢালী এবং সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ জনকল্যাণমূলক কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সংস্কার কাজের সমন্বয়ক ও হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আলী।