মতলবে কেএফটি’র অর্থায়নে উপজেলাব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাজহারুল হক সোহানঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হাজী আব্দুল কাদের -ফাতেমা বেগম (কেএফটি) ট্রাস্ট এর অর্থায়নে ও আবৃত্তি সংগঠন সনক, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ ও শোভা সঙ্গীতায়ন এর যৌথ আয়োজনে উপজেলাব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শীঘ্রই।
এ উপলক্ষে আজ কেএফটি কলেজিয়েট স্কুলের মিলনায়তনে কেএফটি কতৃপক্ষের সাথে সাংস্কৃতিক সংগঠন গুলোর এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন কেএফটি’র ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, কেএফটি কলেজিয়েট স্কুলের উপদেষ্টা ও উপ-সচিব জাকির হোসেন কামাল, সাংস্কৃতিক সংগঠক মোফাজ্জল হোসেন, শোভা সঙ্গীতায়ন এর পরিচালক দুলাল পোদ্দার, ইপজেলা পরিষদ মসজিদের ঈমাম মাওলানা মোরশেদ, নিউ হোস্টেল মসজিদের ঈমাম হাফেজ শাহাদাত হোসেন, সনক এর সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল,কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সভাপতি আইনুন নাহার কাদরী,কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক শাহানা ফেরদৌস ইতি,বদরুননাহার লরিন,সজল মজুমদার,সাইফুল ইসলাম ও নেয়ামত সরকার।


সভায় সিদ্ধান্ত হয় উপজেলার প্রাইমারী স্কুল ও এবতেদায়ী মাদ্রাসা গুলোকে চারটি ক্লাস্টারে ভাগ করে চার ক্লাস্টার থেকে চ্যাম্পিয়ন রানার্সআপ, মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসা গুলো থেকে ইউনিয়ন ভিত্তিক ভাগ করে চ্যাম্পিয়ন রানার্সআপ দের নিয়ে উপজেলা পর্যায়ে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনালের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের জন্য থাকবে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার। প্রতিযোগিতার বিষয় হিসেবে থাকবে ক গ্রুপে(৩য়-৫ম শ্রেনী)- নির্ধারিত ছড়া আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খ গ্রুপে (৬ষ্ঠ-১০ম শ্রেণী) কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত,নির্ধারিত কবিতা আবৃত্তি,বিতর্ক, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সঙ্গীত।

এটি বাস্তবায়নের লক্ষে মোফাজ্জল হোসেন কে আহবায়ক ও সাঈয়েদুল আরেফিন শ্যামল কে সদস্য সচিব করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।শীঘ্রই বাস্তবায়ন কমিটি তাদের কাজ শুরু করবে বলে জানিয়েছেন কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন ও সদস্য সচিব সাঈয়েদুল আরেফিন শ্যামল।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *