দিনাজপুরের ঘোড়াঘাটে ১৪ ফিট উচ্চতার প্রায় আড়াই কেজি ওজনের গাঁজা গাছসহ আব্দুস সাত্তার (৬০) নামের এক গাঁজা চাষিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত চাঁন মিয়া সওদাগরের ছেলে।
আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, আব্দুস সাত্তার একজন গাঁজা সেবনকারী এবং গাঁজা ব্যবসায়ী। তিনি নিজ বাড়ির আঙিনায় আখ গাছ এবং সিম গাছের আড়ালে প্রায় সাত মাস ধরে একটি গাঁজার গাছ চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাফফর ও এএসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ জব্দ এবং তাকে আটক করে।