কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে নিহত ২

স্টাফ রিপোর্টারঃ
১৭ জানুয়ারী,২০২৩
কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পরেনি পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লারপাড়া এলাকার কায়সার হামিদ ও সাইদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে হামিদ ও সাইদুলের বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সাইদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাদের উভয়কে মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক।
এদিকে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *