স্টাফ রিপোর্টারঃ
১৭ জানুয়ারী,২০২৩
কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পরেনি পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লারপাড়া এলাকার কায়সার হামিদ ও সাইদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে হামিদ ও সাইদুলের বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা সাইদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাদের উভয়কে মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক।
এদিকে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।