স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে বাবা-মেয়ে ও শ্যালকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী স্টারলাইন পরিবহণ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। সড়কে আগুনে ধরিয়ে দেওয়া পরিবহণ পানি দিয়ে নিভিয়ে ফেলে।