কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ফাইনালে মতলব বালিকা উবি

প্রাইম স্পোর্টসঃ
চাঁদপুরের মতলব উপজেলায় মাদক, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে হাজী আঃ কাদের মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি)’র পৃষ্ঠপোষকতায় এবং আল-আমিন ক্রীড়া চক্র ও কিশোর ব্রাদার্স ক্লাবের পরিচালনায় মতলব দক্ষিণ উপজেলায় স্কুল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে আজ অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী নারায়ণপুর পপুলার গার্লস হাই স্কুলকে ১-০ গোলে হারিয়ে কেএফটি কলেজিয়েট স্কুল বালিকা উইং ফাইনালে উঠেছে।প্রথমার্ধে সপ্তম শ্রেণির সামিয়ার দেয়া একমাত্র গোল কেএফটি কলেজিয়েট স্কুলের বিজয় নিশ্চিত করে।
বালিকাদের অপর সেমিফাইনালে মতলব বালিকা উচ্চবিদ্যালয় আশ্বিনপুর উচ্চবিদ্যালয় কে হারিয়ে ফাইনালে কেএফটির সঙ্গী হয়েছে।
বালকদের অন্য দু’টি সেমিফাইনালে মতলব জেবি উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে নারায়নপুর কে এবং আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৪-৩ গোলে নওগাঁও উচ্চবিদ্যালয় কে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।


হাজী আব্দুল কাদের – ফাতেমা বেগম ট্রাষ্টের চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এর উৎসাহে ও কেএফটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান মেয়র আওলাদ হোসেন লিটন এর পরামর্শ ও তত্বাবধানে টুর্ণামেন্টটি সফল সমাপ্তির পথে।আগামি কিছু দিনের মধ্যেই সুবিধাজনক সময়ে দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক ক্লাব দুটির কর্মকর্তারা।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *