বিশেষ প্রতিনিধিঃ ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’
এই প্রতিপাদ্যে ৫ ফেব্রুয়ারি, রবিবার সারাদেশে পালিত হয়েছে, “জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩”। তারই প্রেক্ষিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অঙ্গ প্রতিষ্ঠান “শব্দঘর পাঠাগার” এর উদ্যোগে স্কুলের শিক্ষার্থী এবং শব্দঘর পাঠাগারের সদস্যদের নিয়ে র্যালী এবং বই পড়া কর্মসূচীর আয়োজন করা হয়।
“আলোর পথে ডেকে চলা নিরব প্রদর্শক”। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাঠাগার হয়ে উঠুক নতুন প্রজন্মের কাঙ্খিত ঠিকানা। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে স্মার্ট ডিভাইস যেমন জীবনকে অনেক সহজ করে তুলেছে অন্যদিকে তরুন প্রজন্মকে করে তুলছে বইবিমুখ।
পাঠাগার গুলোকে আধুনিক ও ডিজিটাল সুবিধাসমৃদ্ধ করে পাঠসেবাকে আরো উন্নত করা যাতে বিশেষ করে তরুণ প্রজন্ম বইমুখী অর্থাৎ পাঠাগারমুখী হয় যা একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে।
“শব্দঘর পাঠাগার” একটি মননশীল পাঠাগারের পক্ষ থেকে আজকের দিনে বই এবং পাঠাগারপ্রেমী সকলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।