স্টাফ রিপোর্টারঃ-
চাঁদপুরে কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের স্বাক্ষর প্রতারণার মাধ্যমে জাল জালিয়াতি করার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে চাঁদপুর মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলাকালিন সময়ে চাকুরী প্রার্থী মোঃ ইয়াছিন হোসেন শারীরিক সহ অন্যান্য পরীক্ষায় অকৃতকার্য হয়।
পরে চাঁদপুর জেলা পুলিশ সুপারের স্বাক্ষর প্রতারণার মাধ্যমে জাল জালিয়াতি করে প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্সে প্রবেশ করে। পুলিশ সুপারের মুল স্বাক্ষর ও সীলের সাথে গড়মিল পরিলক্ষিত হওয়ায় তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন হোসেন জানায় হাজীগঞ্জ বাজার কাদির কম্পিউটার দোকান হতে একটি কৃতকার্য লেখা সীল তৈরি করে।
এছাড়াও গত বৃহস্পতিবার(২ফেব্রুয়ারী) পুলিশ কনস্টেবল নিয়োগ লাভের জন্য ৩’শ টাকা ননজুডিসিয়াল ষ্ট্যাম্পে ৮লক্ষ টাকা চুক্তি করে। এবং নগদ মূলে নগদ তিন লক্ষ টাকা প্রদান করে এক দালালের সাথে অঙ্গীকারনামা সম্পাদন করে।
ইয়াছিনের দেয়া তথ্যর ভিত্তিতে ডিবি পুলিশের একটি হাজীগঞ্জ বাজার কাদির কম্পিউটারে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রার্থী ইয়াছিন হোসেন শাহরাস্তি উপজেলার নাহারা ভূঁইয়া বাড়ীর আবুল হাশেমের ছেলে, ওমর ফারুক (২৬) হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর বড় বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, দালাল চক্রের সদস্যর বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।