বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন অঙ্গীকার বন্ধু সংগঠন ১০ম বারের মত বর্ণ প্রতিযোগিতার আয়োজন করছে।আগামীকাল ১০ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কচিকাঁচা প্রী- ক্যাডেট স্কুলে মতলব কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে বাংলা ভাষা শুদ্ধরূপে শিখতে, জানতে এবং তার যথার্থ প্রয়োগের জন্য ভাষা শিক্ষার প্রথম ধাপ বর্ণ পরিশুদ্ধভাবে লেখা ও বলায় আগ্রহী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক, ইবতেদায়ী এবং কিন্ডার গার্টেন স্কুলের প্রাক-প্রাথমিক (শিশু) ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশে প্রথম “শিশুদের নিয়ে বর্ণ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত সংগঠন বিগত বছরগুলোর ন্যায় এ বছর বিভিন্ন কেন্দ্রে প্রতিযোগিতা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ১০ ফেব্রুয়ারি, ২০২৩খ্রি. শুক্রবার ০৩ টি কেন্দ্রে বিভিন্ন প্রাথমিক, ইবতেদায়ী এবং কিন্ডার গার্টেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বর্ণ প্রতিযোগিতা-২০২৩’ উদযাপন করা হবে।
এ বিষয়ে অঙ্গীকার বন্ধু সংগঠন এর বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটি-২৩ এর সদস্য সচিব শামীম আহম্মেদ বলেন, বর্ণ প্রতিযোগিতায় শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা “স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ” লেখার নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সুন্দরভাবে খাতায় লিখবে। এ ব্যাপারে বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটি -২৩ এর আহবায়ক জয়ন্তী ভৌমিক বলেন,‘বর্ণ প্রতিযোগিতার এই আয়োজনকে সুন্দর ও সফল করতে সকল প্রতিষ্ঠানের কোমলমতি শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটির যুগ্ম আহবায়ক ও কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, আগামীকাল ১০ ফেব্রুয়ারিতে নারায়ণপুর বাজারের ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রতিযোগিতা উদযাপন হবে সকাল ০৯.৩০ ঘটিকায়, ২য় পরীক্ষার কেন্দ্র বহরী উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা শুরু হবে সকাল ০৯.৩০ টায়।
বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটি -২০২৩ এর সমন্বয়ক ও অঙ্গীকার বন্ধু সংগঠন এর সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী বলেন, বর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অঙ্গীকার বন্ধু সংগঠনের নির্ধারিত রেজিষ্ট্রেশন ফরমে নিয়ম মাফিক প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষার্থীরা ফরম পূরণ করেছে। এজন্য প্রতিযোগীর জন্ম সনদের অনুলিপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।উল্লেখ্য, শিক্ষার্থীদের নিজ স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করার সুযোগ আছে। এছাড়াও যেসকল অভিভাবক/ শিক্ষক তাদের সন্তান/ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে ইচ্ছুক তারা পরীক্ষার দিন স্ব স্ব কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগে শিক্ষার্থী সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে পারবে। শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশন বাবদ কোনো ফি দিতে হয়নি এবং হবেওনা।