মতলবে পানির ড্রাম থেকে তিন মাসের শিশুর লাশ উদ্ধার

জসিম পাটোয়ারী:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে শনিবার (১১ ফেব্রুয়ারী) একটি ড্রাম থেকে আফসানা আক্তার নামের ৩ মাসের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পিতার নাম আনিছুর রহমা প্রধান।পেশায় তিনি একজন রাজমিস্ত্রী। পরিবারের দাবী আফসানা আক্তারকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটির বাবা আনিসুর রহমান পেশাগত কাজে বাহিরে যান। তার মা আয়েশা আক্তার মেয়েকে ঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যায়। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে মেয়েকে ঘরে না দেখে চিন্তিত হয়ে পরেন। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাননি তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের দিকে। কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান। মুঠোফোনে তাঁরা ঘটনাটি পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানার ওসি মো.সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁর কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছেন না। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে বলে মনে করছেন।
থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *