আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অঙ্গীকার বন্ধু সংগঠন’র বর্ণ প্রতিযোগিতা

আল-আমীন মিয়াজি :
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠনের আয়োজনে প্রাথমিক, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিশু এবং প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এটি তাদের ১০ম আয়োজন।

গত ১০ ফেব্রুয়ারি , শুক্রবার মতলবের ০৩ টি কেন্দ্রে বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ- কমিটির আহবায়ক জয়ন্তী ভৌমিক ও সদস্য সচিব শামীম আহম্মেদ এর পরিচালনায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এএস পলাশ, ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ তালুকদার, বহরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন আরিয়ান। বর্ণ প্রতিযোগিতা পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, উপ কমিটির সমন্বয়ক মুহাম্মদ আল আমিন মিয়াজী, সহ প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন, উপ- কমিটির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন পাটোয়ারী, সদস্য সুমন চন্দ্র সাহা, মাহিনুর ইসলাম বৃষ্টি, সীমান্ত পাল, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান নাজির, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান জিসান।

এ সময় কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা পরিষদ সদস্য মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার লাকি, প্রধান শিক্ষক কাজল কুমার দেবনাথ, বিশিষ্ট আবৃত্তিকার ও সংগঠক সাইয়্যেদুল আরেফিন শ্যামল, মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল মহসিন প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পৌর যুবলীগ নেতা মোঃ রাসেল প্রধান, বহরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কাজী ফিরোজ, শহিদ উল্যাহ বেপারি, বহরী শিশু একাডেমির প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক টীম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য জান্নাত খান, মোঃ রোমান সরকার, তুষার রায়, তুষার দাস, মো: সিয়াম প্রধান, মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী মো: সাব্বির আহমেদ সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকা, সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *