প্রাইম ডেস্ক:
রাষ্ট্রপদি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির উপদেস্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার সকালে নির্বাচন কমিশনে (ইসি) এ পদের জন্য তার নাম জমা দেন আওয়ামী লীগের নেতারা। এর মাধ্যমে চূড়ান্ত হলো দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম।
সূত্র বলছে, বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেয়ার সম্ভাবনা নেই। এর ফলে রাষ্ট্রপতি পদের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন নিয়ে যিনি ইসিতে যাবেন তিনিই এ পদে নির্বাচিত হবেন।
রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে, নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হয় না।