টাকা না পেয়ে বাবার মাথা থ্যাঁতলে হত্যা করলো ছেলে

স্টাফ রিপোর্টারঃ-

বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে মতিউর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। পুলিশ ছেলে আলাউদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে আলাউদ্দিন বাবার কাছে টাকা চান। কিন্তু মতিউর টাকা না দেওয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শিল-পাটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার মাথা, পা ও হাত থেতলে দেন। এতে মতিউরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *