স্টাফ রিপোর্টার:
হাজী আঃ কাদের মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি) এর পৃষ্ঠপোষকতায়, আবৃত্তি সংগঠন সনক, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ ও শোভা সঙ্গীতায়নের যৌথ আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মতলব দক্ষিণ উপজেলায় “কেএফটি মেধা অন্বেষণ -২০২৩” প্রতিযোগিতার আজ ছিল তৃতীয় দিন। ২৫ টি প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শত প্রতিভাবান শিক্ষার্থীর অংশগ্রহণে নারায়নপুর ইউনিয়নের পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজকের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী ও কেএফটি মেধা অন্বেষণ -২০২৩ এর আহবায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও কেএফটি মেধা অন্বেষণ -২০২৩ এর সদস্য সচিব সাঈয়েদুল আরেফিন শ্যামলের পরিচালনায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার দুই শতাধিক প্রতিযোগী কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, ইসলামি গান ইত্যাদি বিষয়ে তাদের প্রতিভা তুলে ধরে। সম্মানিত বিচারকবৃন্দের রায় ও গঠনমূলক সমালোচনায় উপস্থিত সকলে মুগ্ধ হয়ে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানান, কেএফটি’র এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ কর্মসূচি অব্যাহত রাখতে অনুরোধ করেন।
আগামীকাল ০২/০৩/২০২৩ তারিখ সকাল দশটায় পুটিয়া তফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে খাদেরগাঁও ইউনিয়নের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কেএফটি মেধা অন্বেষণ বাস্তবায়ন কমিটি সবাইকে আমন্ত্রন জানিয়েছেন