স্টাফ রিপোর্টার
হাজী আঃ কাদের মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি) এর পৃষ্ঠপোষকতায়, আবৃত্তি সংগঠন সনক ও কবিতাঙ্গন এবং শোভা সঙ্গীতায়নের যৌথ আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় মতলব দক্ষিণ উপজেলায় “কেএফটি মেধা অন্বেষণ -২০২৩” প্রতিযোগিতার আজ ছিল চতুর্থ দিন।
খাদেরগাঁও ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক প্রতিভাবান শিক্ষার্থীর অংশগ্রহণে আলহাজ্ব তফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণিত বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ‘কেএফটি মেধা অন্বেষণ -২০২৩’ এর আহবায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তি শিল্পী ও ‘সনক’ এর সাধারণ সম্পাদক বদরুন্নাহার লরিনের পরিচালনায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শতাধিক প্রতিযোগী কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, ইসলামি গান ইত্যাদি বিষয়ে তাদের প্রতিভা তুলে ধরে। সম্মানিত বিচারকবৃন্দের রায় ও গঠনমূলক সমালোচনায় উপস্থিত সকলে মুগ্ধ হয়ে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানান, কেএফটি’র এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ কর্মসূচি অব্যাহত রাখতে অনুরোধ করেন।
আগামী রবিবার ০৫/০৩/২০২৩ তারিখ সকাল দশটায় পিংড়া হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে উপাধি দক্ষিণ ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।