রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে মনসুর ও আলআমিন নামে আপন দুই খালাতো ভাই নিহত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে চলছে শোকের মাতম। থামছে না নিহতের মা-বাবার কান্না। সন্তানকে নিয়েই সাজানো ছিল যে মায়ের পৃথিবী এক নিমিষেই তা যেন এলোমেলো হয়ে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, নিহত মনসুর উপজেলার উত্তর ছেংগারচরের মোশাররফ হোসেন মিয়াজীর ছেলে। এছাড়া নিহত মো. আল-আমিন (২৩) পশ্চিম লালপুরের মো. বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে। তিনি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ছিলেন।নিহত দুই খালাতো ভাই ঢাকার শনির আখড়া বসবাস করলেও পারিবারিক প্রয়োজনে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন।
নিহত মনসুর হোসেনের ভাই কাউসার হোসেন জানান, আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ঢাকা মেডিকেলের মর্গে আমার ভাই ও খালাতো ভাইয়ের লাশ খুঁজে পাই। তবে লাশের যে অবস্থা ছিল তা বর্ণনা করার মতো নয়। তবে, মুখমন্ডলটা বুঝা যাচ্ছিল বলেই আমি লাশ শনাক্ত করতে পেরেছি। মনসুর হোসেনের স্ত্রী ও ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দুই খালাতো ভাইয়ের লাশ মতলব উত্তরে সমাহিত করা হবে।