কেএফটি মেধা অন্বেষণ’২৩ মতলব পৌরসভা দক্ষিণ এর বাছাই সম্পন্ন।

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উপজেলায় হাজী আঃ কাদের মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি) এর পৃষ্ঠপোষকতায়, আবৃত্তি সংগঠন সনক, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ ও শোভা সঙ্গীতায়নের যৌথ আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের প্রত্যক্ষ সহযোগিতায় মতলব দক্ষিণ উপজেলায় “কেএফটি মেধা অন্বেষণ -২০২৩” প্রতিযোগিতার আজ ছিল সপ্তম দিন।

মতলব পৌরসভা (দক্ষিণ) এর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণে বরদিয়া কাজী সুলতান আহমদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণিত বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কেএফটি মেধা অন্বেষণ ২০২৩ এর সদস্য সচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইয়েদুল আরেফিন শ্যামল, বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তি শিল্পী ও ‘কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ’ এর সভাপতি আইনুন নাহার কাদরী।

বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শতাধিক প্রতিযোগী কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, ইসলামি গান ইত্যাদি বিষয়ে তাদের প্রতিভা তুলে ধরে। সম্মানিত বিচারকবৃন্দের সুচিন্তিত রায় ও গঠনমূলক সমালোচনায় উপস্থিত সকলে মুগ্ধ হয়ে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানান, কেএফটি’র এই উদ্যোগকে প্রশংসা করেন এবং এধরণের সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখতে অনুরোধ করেন।

আগামী ১২ মার্চ,রবিবার, সকাল দশটায় মতলবগঞ্জ জে বি সরকারি উচ্চ বিদ্যালয়ে মতলব পৌরসভা (দক্ষিণ) এর মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে উল্লিখিত ইভেন্টসমূহের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *