স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলবে আজ সফল সমাপ্তি ঘটলো ‘কেএফটি মেধা অন্বেষণ-২০২৩’ এর ইউনিয়ন / পৌরসভা পর্যায়ের বাছাই পর্ব। প্রথমে স্বস্ব স্কুল বিজয়ী সেরা শিল্পীরা দ্বিতীয় রাউন্ডে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে এক একটি ইউনিয়নে প্রতিটি ইভেন্টে দু’জন করে মোট তেত্রিশ জন চূড়ান্ত (উপজেলা) পর্যায়ে লড়াইয়ের জন্য নির্বাচিত হয়। ৮টি ইউনিয়নের প্রতি ইভেন্টে দুইজন করে মোটা ১৬ জনের চূড়ান্ত লড়াই ২২মার্চ সকাল সাড়ে নয়টায় কেএফটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হবে। মোট ইভেন্ট সংখ্যা ১৬ টি।
হাজী আঃ কাদের মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি) এর পৃষ্ঠপোষকতায়, আবৃত্তি সংগঠন সনক, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ ও শোভা সঙ্গীতায়নের যৌথ আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের প্রত্যক্ষ সহযোগিতায় মতলব দক্ষিণ উপজেলায় “কেএফটি মেধা অন্বেষণ -২০২৩” প্রতিযোগিতার আজ ছিল অষ্টম (শেষ) দিন। মতলব পৌরসভা (দক্ষিণ) এর বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য প্রতিভাবানধ শিক্ষার্থীর অংশগ্রহণে মতলবগঞ্জ জে বি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণিত বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ আবদুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কেএফটি’র ভাইস-চেয়ারম্যান ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও ‘কেএফটি মেধা অন্বেষণ -২০২৩’ এর আহবায়ক মোফাজ্জল হোসেন, আবৃত্তি শিল্পী আইনুন নাহার কাদরী ও ‘কেএফটি মেধা অন্বেষণ ২০২৩’ এর সদস্য সচিব সাঈয়েদুল আরেফিন শ্যামল। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার দুই শতাধিক প্রতিযোগী কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, ইসলামি গান ইত্যাদি বিষয়ে তাদের প্রতিভা তুলে ধরে। সম্মানিত বিচারকবৃন্দের সুচিন্তিত রায় ও গঠনমূলক সমালোচনা সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানান, কেএফটি’র এই উদ্যোগকে প্রশংসা করেন এবং এ ধরণের সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখতে অনুরোধ করেন।
আগামী রবিবার ২২/০৩/২০২৩ তারিখ সকাল সাড়ে নয়টায় কেএফটি কলেজিয়েট স্কুল অডিটোরিয়ামে সকল ইউনিয়নের বিজয়ীদের সমন্বয়ে মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উল্লিখিত ইভেন্টসমূহের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একই দিন বিকেল সাড়ে তিনটায় বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট, উপহার সামগ্রী ও বই কেনার জন্য প্রাইজমানি বিতরণ করা হবে।