বিশেষ প্রতিনিধি:
দেশের আবৃত্তি সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য চাঁদপুরের আবৃত্তি সংগঠন সনক আজ ২৪ বছর পূর্ণ করে ২৫ এ পদার্পণ করেছে।
এ উপলক্ষ্যে আযোজিত দুই পর্বের অনুষ্ঠানের আজ ছিলো প্রথম পর্ব।ইফতার মাহফিল ও আলোচনা সভার এ পর্বে উপস্থিত ছিলেন সনক এর উপদেষ্টা দেওয়ান রেজাউল করিম, সনক এর উপদেষ্টা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রধান নির্বাহী জাকির হোসেন কামাল, বিআরডিবি’র চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, উপদেস্টা শাহানা ফেরদৌস ইতি মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপি আরবি’র কর্মকর্তা জহিরুদ্দিন মোহাম্মদ হিন্দোল ও তাওহিদ হাসান খান।
এছাড়াও সনক এর নির্বাহী পরিষদের কর্মকর্তা, সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
এছাড়া কেএফটি মেধা অন্বেষণ বিজয়ীরা বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন।সনক এর সাধারণ সম্পাদক বদরুননাহার লরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাঈয়েদুল আরেফিন শ্যামল।
ঈদের পর দ্বিতীয় পর্বের আয়োজনে থাকবে দুদিনের কর্মশালা।