বিশেষ প্রতিনিধী
১২ এপ্রিল,বুধবার
চাঁদপুরের মতলবে আত্মপ্রকাশ হল আজমল খান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর।আজ মতলবের ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এক ইফতার ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আত্মপ্রকাশ ঘটে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী, আলোচনা করেন মতলব সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকির হোসেন।
এছাড়া শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মরহুম আজমল খান এর জেষ্ঠ ছেলে সাঈয়েদুল আরেফিন শ্যামল জানিয়েছেন তার বাবার শুভাকাঙ্ক্ষীদের আগ্রহের কারনে এ এসোসিয়েশন গঠন করা হয়েছে।

মরহুম আজমল খান ইসলাম প্রচার সমিতির চেয়ারম্যান ও রাবেতা আলমে ইসলামের দায়িত্বে থাকাকালীন সমাজের দরিদ্র মানুষের জন্য নানাভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন।এই সংগঠনের মাধ্যমেও সেইসব মানুষের প্রতি সহযোগিতার চেষ্টা করা হবে।