জিহাদুল ইসলামঃ
চাঁদপুরে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে পথশিশু ও দরিদ্র অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।আজ বিকেলে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে পথশিশু ও দরিদ্র অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।
শহরের রেলওয়ে আক্কাস আলী স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে এবং তাদের পরিবারের জন্য ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়াও শহরের দরিদ্র অসহায় ভাসমান মানুষের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোস্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর চাঁদপুর জেলা ইউনিটের সহ-সভাপতি বিপ্লব খান, জান্নাতুল ফেরদৌস সুপ্ত, নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মতিউর রহমান, সদস্য মোঃ রিয়াদ চৌধুরী, সুমাইয়া ইসলাম, মো: মেজবাহ, মো:ইমন, মো: মাহিদুর ইসলাম, জান্নাতুল মাওয়া সহ আরও সদস্যবদৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সহ- সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান রিজভী, সাংগঠনিক সম্পাদক তাইমুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক আহমেদ জিহাদ প্রমুখ।
চাঁদপুরে পথশিশু ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ
