চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর ‘ল’ কলেজে এল এল বি ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল, শনিবার, শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম আহমেদ চৌধুরী, এডভোকেট রোমানা আফরোজ খান, এডভোকেট হারুন অর রশিদ, এডভোকেট নিবাস চন্দ্র সরকার, এডভোকেট খোরশেদ আলম শাওন, এডভোকেট বিধুভূষন নাথ পলাশ, এডভোকেট জাবির হোসেন, এডভোকেট ফায়জানুল হক রিজন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জহিরুল ইসলাম বলেন, মাত্র অল্প কিছু দিনের ক্লাশ তার মধ্যেই কলেজ বন্ধ। তবুও এত অল্প সময়ের মধ্যে পারস্পারিক যে দৃঢ় বন্ধন তৈরী হয়েছে তার ফলশ্রুতিতেই প্রথমবারের মতো ২০২২-২৩ সেশনের ব্যাচ এমন চমৎকার একটি আয়োজন করতে পেরেছে। এই আয়োজন চাঁদপুর ল’ কলেজের এক উজ্জ্বল দৃষ্টান্ত হযে থাকবে।
এডভোকেট জাবির হোসেন বলেন , ক্লাসে এই ব্যাচের উপস্থিতি সহ অন্যান্য পারফরম্যান্স ও অনেক ভালো। আমি আশাবাদি যে, ভবিষ্যতে এই ব্যাচ হতে সর্বোচ্চ সংখ্যক আইনজীবী বের হবে।
এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট খোরশেদ আলম শাওন, এডভোকেট বিধুভূষন নাথ পলাশ।
অনুষ্ঠান সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, অতিথি এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আয়োজক কমিটি এবং এডমিন প্যানেল।
আলোচনা শেষে দোয়া মোনাজাত, ইফতার,এবং সহপাঠীদের সাথে পারস্পরিক আড্ডা ও মতবিনিময়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।