১০ নং নূরুল্যবাদ ইউনিয়নে ভি.জি,এফ. এর চাল বিতরণ

নওগাঁ প্রতিানধিঃ
আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যবাদ ইউনিয়নে এ ২২৮৮ জন নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভি.জি.এফ এর চাল বিতরণ করা হয়।

১৫ এপ্রিল (শনিবার)সকাল ১০ ঘটিকায় চালবিতরণ কার্যক্রমের উদ্ভোধন করে ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিক।

এসময় তিনি বলেন পবিত্র রমজান মাস চলছে সাথে প্রচন্ড গরম সেই কথা মাথায় রেখে এবছর আমরা ৯ টি আলাদা বুথ তৈরী করে (ওয়ার্ড ভিত্তিক) চাল বিতরন করা হচ্ছে। আমি আশাবাদি অন্যান্য বছরের তুলনায় এবারে জনগনের কষ্ট বা ভোগান্তি কম হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এডওয়ার্ড বিনোদ সারেন, ১০ নং নূরুল্যবাদ ইউনিয়নের সচিব রেজাউল করিম, ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্যা কবরীদাশ,প্রীতি রানী, আশরাফুল ইসলাম ,মজিবর রহমান, জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুল ইসলাম, আম্বিয়া খাতুন এবং গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *