জিহাদুল ইসলাম:
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও ভোকেশনাল ২০২৩ এর দোয়া ও বিদায় অনুষ্ঠান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল আমিন ও জহির ফরাজির সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ জাবেদ হোসেন, মুয়াজ্জেম মজুমদার, আব্দুল আউয়াল এবং ইমরান খান। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এসএসসি ২৩ পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।
এতে স্কুলের প্রাক্তন শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরার পাশাপাশি পরামর্শ প্রদান করেন, যাতে তারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মোঃ ফুয়াদ খান এবং বক্তব্য রাখেন মোঃ জিহাদুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ এনামুল, বক্তব্য রাখেন ইশতিয়াক আহমেদ শাফিন ও মাহিন মজুমদার। মিলাদ পরিচালনা করেন হাইস্কুল মসজিদের মুয়াজ্জিন ও ইমাম সাহেব এবং সর্বশেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে এসএসসি ২৩ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের একটি ফাইল, স্কেল, রাবার, কাটার, পেন্সিল, কলম সহ ইফতার বিতরণ করা হয়।