এএস পলাশ :
স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন এর এলিট পরিষদের সদস্য হুমায়ুন রাজার আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। বিগত ২০২১ সালের এই দিনে তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান ।
জনাব হুমায়ুন রাজা মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে, ভাই -বোন, মাকে রেখে যান।
আজ তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী! এই উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে অঙ্গীকার বন্ধু সংগঠন এর সম্মানিত সভাপতি মুহাম্মদ আল- আমিন মিয়াজী বলেন, হুমায়ুন রাজা ছিলেন সংগঠন এর জন্য অন্তঃপ্রাণ নিবেদিত একজন মানুষ। সাংগঠনিক কার্যক্রম তিনি সবাইকে যতার্থ সহযোগিতা করতেন। তিনি তার গ্রামের মানুষের যেকোনো বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করতেন। মানুষের পাশে দাঁড়াতেন। আজকের দিনে অঙ্গীকার পরিবার তার রুহের মাগফিরাত কামনা করছে।