এমবিসি ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মাজহারুল হক সোহানঃ
সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মাঝে মতলব Buzz!!! গ্রুপের সহযোগী সংগঠন MBC Foundation এর ঈদ সামগ্রী বিতরণ।।

মতলবের অন্যতম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মতলব Buzz!!! গ্রুপের সহযোগী সংগঠন MBC Foundation কর্তৃক সমাজের পিছিয়ে পড়া,দুঃস্থ, সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।।

আর একদিন পরেই পবিত্র ঈদুল ফিতর।আর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া,দুঃস্থ, ও সুবিধা বঞ্চিত ৩০টি পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

মতলবের প্রথম এবং জনপ্রিয় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মতলব Buzz!!! তাদের যাত্রার শুরু থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভিন্যরকম সব চিন্তাধারা নিয়ে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং মানুষদেরকে বিভিন্ন সামাজিক কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতলব Buzz!!! ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *