এএস পলাসঃ
আজ ২১ এপ্রিল, শুক্রবার ,বিকেল ৪ টায়,মতলব ক্যামব্রিয়ান স্কুলে মতলব দক্ষিণ উপজেলা জ্তীয় পার্টির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায়অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম সেলিম,
এতে অন্যাণ্যের মাঝে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব, আব্দুল লতিফ শেখ,।জনাব বোরহান উদ্দিন মোল্লা ,কেন্দ্রীয় র্নিবাহী সদস্য জাতীয় পার্টি,জনাব, শাহ আলম মিয়াজী, সভাপতি চাঁদপুর জেলা শহর কমিটি।জনাব, মোঃ ইব্রাহিম দেওয়ান স্বপন সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টি।জনাব, শাহজাহান মাতবর, দপ্তর সম্পাদক জেলা জাতীয় পার্টি।জনাব,সোহরাফ মিয়াজী, সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টি,জনাব আব্দুল বাতেন মিয়াজী, সাধারণ সম্পাদক মতলব পৌর জাতীয় পার্টি।জনাব, বাবুল ফরাজী,সভাপতি জাতীয় যুবসংহতি মতলব দক্ষিন উপজেলা জাতীয় পার্টি।