আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা

তাফসির হোসেন হাজিগন্জ থেকেঃ

আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল সমমান পরীক্ষা।
চাঁদপুরের হাজীগঞ্জে ১৪টি কেন্দ্রে মোট পাঁচ হাজার ৫’শ ৫৬ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সুত্র জানা গেছে, উপজেলা বিভিন্ন স্থানে এসএসসি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৯ টি।

কেন্দ্রগুলো হলো- হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, পালিশারা উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, নাসির কোর্ট উচ্চ বিদ্যালয়, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়।

দাখিল পরীক্ষার কেন্দ্র সংখ্যা ৩ টি।

কেন্দ্রগুলো হলো- হাজীগঞ্জ আহমেদিয়া কামিল মাদ্রাসা, বেলচোঁ ফাজিল মাদ্রাসা ও রাজারগাও মাদ্রাসা।
এসএসসি(ভোকেশনাল) ১টি। হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র।

টেকনিক্যাল কলেজ ১ টি। টেকনিক্যাল কলেজ হাজীগঞ্জ।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, শান্তিপুর্ণ পরিক্ষা গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *