গলায় মাংসের হাঁড় আটকে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
৩০ এপ্রিল
চাঁদপুরের হাজীগঞ্জে গলায় মাংসের হাঁড় আটকে কিশোর মো. রবিউল আউয়াল (১২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। কিশোর রবিউল আউয়াল হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নম্বর ওয়ার্ড আলীগঞ্জ কাজী বাড়ির মো. আলমগীর কাজীর ছেলে।

ওই এলাকার বাসিন্দা ও হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত জানান, পবিত্র ঈদুল ফিতরের পরের দিন নিজ পরিবারের সাথে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় রবিউল আউয়াল। ওই বাড়িতে খাবার খাওয়ার সময় তাঁর গলায় মাংসের হাঁড় আটকে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রবিউল আউয়ালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রবিউল।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *